মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার তালুকনগরে রোটারী ক্লাব ঢাকা মেগাসিটির সার্ভিস প্রজেক্ট বাস্তবায়ন।
নিজস্ব প্রতিবেদক :সম্প্রতি রোটারি ক্লাব অব ঢাকা মেগাটির উদ্যোগে মানিকগঞ্জের দৌলতপুর থানার অন্তর্গত তালুকনগর গ্রামে দশটি সার্ভিস প্রজেক্ট বাস্তবায়ন করা হয়।
২১শে অক্টোবর বাস্তবায়িত প্রজেক্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শারিরিক ও মানসিক প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা, অতিবয়স্কদের (৭৫ উর্ধ্ব) আর্থিক সাহায্য, ছাগল বিতরণ, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ, দুস্থদের মধ্যে চাল-ডাল বিতরণ, তালুক হাপানিয়া প্রাথমিক বিদ্যালয়ের ‘মুজিব কর্ণার’ এ শিশু-কিশোরদের জন্য বই প্রদান ইত্যাদি। উল্লেখ্য যে, রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটি তালুকনগর গ্রামে নিয়মিত বিভিন্ন উন্নয়ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে। দিনভর কর্মসূচিতে ক্লাবের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ বুল হাসান, তালুকনগরের কৃতি সন্তান রোটারিয়ান মোঃ আব্দুস সালাম খাঁন সহ ক্লাবের অধিকাংশ সদস্য অংশগ্রহণ করেন।
বর্ণিত বিষয়ে রোটারিয়ান রোটারিয়ান মোঃ আব্দুস সালাম খাঁন এবং কোম্পানি সচিব, বিএসসিসিএল কর্তৃক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি (হার্ড কপি ও সফট্ কপি) এবং প্রজেক্ট বাস্তবায়ন সংক্রান্ত স্থির চিত্র এতদসঙ্গে সংযুক্ত করা হলো।
এমতাবস্থায়, বর্ণিত প্রেস বিজ্ঞপ্তিটি জনস্বার্থে বহুল প্রচারের জন্য আগামী সংখ্যায় আপনার স্বনামধন্য এবং বহুল প্রচারিত জাতীয় গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া) প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।