আজ: সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫ইং, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার |

kidarkar

খুলনায় মার্কেন্টাইল ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :মাচর্কেন্টাইল ব্যাংক লিমিটেড সম্প্রতি খুলনায় এক মাসব্যাপী নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেছে।

বাংলাদেশ ব্যাংকের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট (এসইআইপি) প্রকল্পের ট্রেঞ্চ-৩ এর আওতায় ২৫ জন উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশ নেন।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা ও বিশেষ অতিথি ছিলেন  মার্কেন্টাইল ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল পিএইচডি, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক মোহাম্মদ জাহিদ ইকবাল।

অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের এসএমই ডিভিশন প্রধান মোহাম্মদ ফারুক আহমেদ, নাসিব এর ভাইস প্রেসিডেন্ট মোঃ ইফতেখার আলী বাবু, সালাম সী ফুড এর চেয়ারম্যান আইনুল হক, মার্কেন্টাইল ব্যাংকের ভিপি ও খুলনা শাখা প্রধান মো: আব্দুল মতিন, প্রধান কার্যালয়ের এফভিপি মো: নজরুল ইসলাম ও এফএভিপি মো: রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.