যে কারণে লোকসানে শাশা ডেনিমস
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের অন্যতম কোম্পানি শাশা ডেনিমস লিমিটেড। এটি বাংলাদেশের একমাত্র কোম্পানি যারা অন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে। এবার কোম্পানি করেছে লোকসান। লোকসান করেও ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
কোম্পানি সূত্র মতে, শাশা ডেনিমসের সহযোগী একটি পাওয়ার কোম্পানি ছিলো, এর নাম এনার্জিস পাওয়ার কর্পোরেশন লিমিটেড (ইপিসিএল)। প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ২০১৯ সালের জুলাই মাস থেকে। ফলে কোম্পানির পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের অন্যতম চার্টাট ফার্ম হোদা ভাসী অ্যান্ড কোম্পানি দিয়ে ইপিসিএলের সম্পদ ও মজুদের ন্যায্য মূল্য নির্ধারণ করা হয়। নির্ধারিত মূল্য অনুযায়ী কোম্পানিটি ৩০ জুন ২০২২ সময়ে ১২২৫.৯৬ মিলিয়ন টাকা হিসাবায়ন করা হয়। ফলে সমন্বিতভাবে আয় কমে যায় কোম্পানিটির।
ইপিসিএলের ব্যাংক ঋণের মাধ্যমে ট্রেড লায়বেলিটি পরিশেধ ও ব্যাংক সুদ পরিশোধের কারণে সমন্বিত আয় কমে যায়। ইপিসিএলের লোকসান কমাতে পরবর্তীতে প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামী বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।
এ বিষয়ে কোম্পানি সচিব বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কুইক রেন্টাল পাওয়ার প্লান্টগুলোর আর সময় বাড়ানো হবে না। ফলে শাশা ডেনিমসের পর্ষদ ইপিসিএলের সম্পদ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এককালীর একটি বড় লোকসান হয়েছে শাশা ডেনিমসের। তবে এটি একবারের জন্যই।