ডিএসইতে ১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচিতে লেনদেন
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের সময়সূচির পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেনদেনের নতুন সময়সূচি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত। প্রি-ওপেনিং সেশন ৫ মিনিট ১০টা ২৫ মিনিট থেকে সাড়ে ১০ টা পর্যন্ত ও পোস্ট ক্লোজিং সেশন ১০ মিনিট বা ২টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত ।
ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক লেনদেনে ফিরে আসায় বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।