পূবালী ব্যাংকে ‘তথ্য নিরাপত্তা সচেতনতা’ বিষয়ে কর্মশালা
নিজস্ব প্রতিবেদক: পূবালী ব্যাংক লিমিটেডের আইসিটি অপারেশন ডিভিশনের উদ্যোগে সম্প্রতি ‘তথ্য নিরাপত্তা সচেতনতা’ বিষয়ে ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন ভার্চুয়ালি কর্মশালায় সংযুক্ত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে চিফ টেকনিক্যাল অফিসার ও মহাব্যবস্থাপক জাভেদ হাসান তথ্য নিরাপত্তা ও এর গুরুত্ব সম্পর্কে বক্তব্য দেন। আইসিটি অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন পূবালী ব্যাংকের সিকিউরিটি রোডম্যাপ বিষয়ে বক্তব্য দেন।
আইসিটি অপারেশন ডিভিশনের এসপিও মোহাম্মদ আরিফ ফেরদৌস ওয়ার্কশপে ‘বেসিক সিকিউরিটি অ্যাওয়ারনেস’সহ অন্যান্য দিক নিয়ে আলোচনা করেন।