নিজস্ব প্রতিবেদক: শীতার্ত ও অসহায়দের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল প্রদান করেছে প্রাইম ব্যাংক।
বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার হাতে অনুদানের কম্বল তুলে দেন প্রাইম ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান আনোয়ার উদ্দিন চৌধুরী এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই কম্বল প্রদান করা হয়।