ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৮ লাখ ১২ হাজার ৪৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ৮০ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের। কোম্পানিটি ৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিডি ফিন্যান্স লিমিটেড ৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
রেনেটা ৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা নেটওয়ার্কস, এসিআই ফরমুলেশনস, অ্যাক্টিভ ফাইন, এডিএন টেলিকম, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিএটিবিসি, বীচ হ্যাচারি, বিকন ফার্মা, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার, বাংলাদেশ সাবমেরিন কেবল, ড্রাগন সোয়েটার, ইস্টার্ণ হাউজিং, ইন্দো-বাংলা ফার্মা, আইটিসি, জেএমআই হসপিটাল, কে অ্যান্ড কিউ, লাভেলো আইসক্রিম, মেট্রো স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, নাভানা ফার্মা, নিউ লাইন ক্লোথিংস, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, প্রাইম ইন্স্যুরেন্স, রেনেটা, সাইফ পাওয়ারটেক, সী পার্ল বীচ, সোনালী পেপার ও শাইন পুকুর সিরামিকস লিমিটেড।