বন্ড ছেড়ে ১৫০ কোটি টাকা তুলবে আইপিডিসি ফিন্যান্স
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফিন্যান্স লিমিটেড বন্ড ছাড়বে। আর এই বন্ডের মাধ্যমে বাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। কমিশনের ৮৪৫তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, বন্ডটির মেয়াদ হবে ৬ বছর। এর সুদের হার হবে সাড়ে ৭ থেকে ১০ শতাংশের মধ্যে।
আলোচিত বন্ডটি হবে নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড। অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের পুরো অবসায়ন ঘটবে। এর কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। আর এর সুদের হার হবে ভাসমান।
বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ টিয়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে সহায়ক হবে।
আলোচিত বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত হবে।
আর্থিক প্রতিষ্ঠান,ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী,কর্পোরেট এবং উচ্চ বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বরাদ্দ করা হবে।
আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে আছে সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড। এর অ্যারেন্জারের দায়িত্ব পালন করবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।