বৈদেশিক মূদ্রা লেনদেনের সুবিধাসমূহ বিষয়ক ইউসিবির সচেতনতা সভা
নিজস্ব প্রতিবেদক: আর.টি.জি.এস. ব্যবস্থার মাধ্যমে বৈদেশিক মূদ্রায় আভ্যন্তরীন লেনদেনের উপযোগীতা এবং সুবিধাসমূহ সম্পর্কে ব্যাংকের গ্রাহক এবং ব্যাংক কর্মকর্তাদেরকে সচেতন করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের তত্বাবধানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয় ।
সভাটি বৃহস্পতিবার (১৭ নভেম্বর) চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রধান কাযালয়ের নির্বাহী পরিচালক মোঃ খুরশীদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারী ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক এ.কে.এম. কামরুজ্জামান অনুষ্ঠানে মুল বক্তব্য উপস্থাপন করেন, বাংলাদেশ ব্যাংক থেকে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ হাসিনুল ইসলাম, উপ-পরিচালক, পি.এস.ডি।
ব্যাংকটির পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, এছাড়া ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান, ট্রেড ফিন্যান্সের প্রধান, আঞ্চলিক অপারেশন্স হেড, আর.টি.জি.এস. ম্যানেজারসহ ব্যাংকের কয়েকটি শাখাপ্রধানগণ, শাখার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যাংক থেকে আগত গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।