এসএমইতে বিনিয়োগের শর্তে বিএসইসির আবেদন আদালতে খারিজ
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের এসএমই মার্কেটে ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগের শর্তে বিএসইসির আপিল আবেদন গ্রহণ করেনি চেম্বার জজ আদালত। ফলে এসএমই মার্কেট নিয়ে হাইকোর্টের আদেশই বহাল থাকছে।
বুধবার (২৩ নভেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আবেদনটি খারিজ করে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ১৬ নভেম্বর বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিন মাসের জন্য এসএমই মার্কেটে সর্বনিম্ন ৩০ লাখ টাকা বিনিয়োগে বিএসইসির বেঁধে দেওয়া শর্ত স্থগিত করে। বুধবার (২৩ নভেম্বর) বিএসইসির পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরদ্ধে আপিল করতে চাইলে তা গ্রহণ করেনি চেম্বার জজ আদালত।
ফলে এসএমই মার্কেটে লেনদেনের ক্ষেত্রে ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগের শর্ত বাতিল করে দেওয়া হাইকোর্টের আদেশই বহাল থাকছে।