দরপতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ শেয়ারটির দর ৩৬ টাকা ৮০ পয়সা বা ৭.৪৯ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে , আজ কোম্পানিটি সর্বশেষ ৩৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬ হাজার ২৮১ বারে ৫ লাখ ৫৭ হাজার ৯৪৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৫ কোটি ৫০ লাখ টাকা।
কুইন সাউথ টেক্সটাইল মিলস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৫.৬৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
মেঘনা কনডেন্সড মিল্ক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিক, সোনালী আঁশ, এএমসিএল (প্রাণ), ইস্টার্ণ লুব্রিকেন্টস,এমবি ফার্মা ও অ্যাপেক্স ফুডস লিমিটেড।