মৃত্যুবার্ষিকী কফিলউদ্দিন মাহমুদ
নিজস্ব প্রতিবেদকঃ সাবেক অর্থ সচিব, সিএসপি কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব কফিলউদ্দিন মাহমুদ এর ১২তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার (৭ জানুয়ারী ২০২৩) পালিত হবে। তিনি ফেনীর জেলার পরশুরামে জন্মগ্রহণ করেন।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী জনাব কফিলউদ্দিন মাহমুদ ১৯৫০ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন।
দেশ স্বাধীনের পর তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারী তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।