কাজী আজহার আলী স্মৃতি ক্রীড়া প্রতিযোগিতা শুরু।
নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য মরহুম কাজী আজহার আলী স্মরণে “কাজী আজহার আলী স্মৃতি ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৩” শুরু হয়েছে।
আজ রোববার (১৫ জানুয়ারী ২০২৩) সকালে মোহাম্মদপুরস্থ উদয়াচল খেলার মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম দস্তগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ জনাব কামরুল হাসান, রেজিস্ট্রার বিগ্রে. জেনারেল মোঃ মাহবুবুল হক (অব), মোহাম্মদপুর প্রিপারেটরী স্কুল এন্ড কলেজের ট্রাস্টিজ সদস্য আশফাক মানিক এবং উদয়াচল ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন পিন্টু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষা, সমাজসেবাসহ অন্যান্য ক্ষেত্রে মরহুম কাজী আজহার আলী’র অবদানের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি দেশের জন্য খেলোয়াড় তৈরী করতে চায়। একজন খেলোয়াড় দেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় করিয়ে দেয়। আমরা এ প্রতিযোগিতার মাধ্যমে আশা করছি ভালো মানের কিছু খেলোয়াড় পাবো, যারা দেশের জন্য সম্মান বয়ে আনবে।
পাঁচদিনব্যাপী অনুষ্ঠিতব্য উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, দাবা, কেরাম, লুডু, গোল কিক, মিউজিক্যাল চেয়ারসহ মোট ১১ টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় দল ছাড়াও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করছে বলে প্রতিযোগিতার আয়োজক ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক সাদিক ইকবাল সূত্রে জানা গেছে।