নিজস্ব প্রতিবেদক: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এ গৃহহীনদের জমিসহ ঘর উপহার প্রদানের জন্য ৪.০০ (চার) কোটি টাকা অনুদান প্রদান করেছে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান, এমপি এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লা ১৫ জানুয়ারি ২০২৩ইং তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।