আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার |

kidarkar

ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গুজব রটানোর দায়ে ০৪ (চার) জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য ব্যাংক। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসছে।

সম্প্রতি এই ব্যাংকের কতিপয় কর্মকর্তা ব্যাংক সম্পর্কে মনগড়া তথ্য প্রদান করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। তারা জামায়াত শিবিরের সাথে সম্পৃক্ত এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য উপায়ে গুজব ছড়িয়ে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা এবং বাংলাদেশের আর্থিক খাতকে অস্থিতিশীল করে তোলা। সম্প্রতি কিছু লোককে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাদের দেওয়া তথ্য মতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এ কর্মরত কিছু ব্যক্তিকে সনাক্ত করা হয়।

তাছাড়া তাদের দেওয়া তথ্য মতে আরো কিছু কর্মকর্তাকে সন্দেহের মধ্যে রেখে অধিকতর তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে তথ্য প্রাপ্ত অভিযোগের প্রমান পাওয়া সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এই ব্যাংকটি প্রতিষ্ঠার সাথে কিছু সংখ্যক স্বাধীনতা বিরোধী ব্যক্তিবর্গ জড়িত ছিল। পরবর্তীতে এ ব্যাংকটি যখন স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরের হাত থেকে এস আলম গ্রুপসহ অন্যান্যদের হাতে আসে, তখন থেকে স্বাধীনতা বিরোধী চক্রটি ব্যাংকটিকে ধ্বংসের পায়তারা শুরু করে।

ব্যাংকটিকে ধ্বংসের পাশাপাশি তারা দেশের অর্থনীতিকে টালমাটাল করে বর্তমান সরকারকে ও বেকায়দায় ফেলে দিতে চায়। এরা মূলত স্বাধীনতা বিরোধী অপশক্তির সহযোগীতায় তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। যা কখনোই কাম্য নয় এবং এই ঘৃণ্য অভিপ্রায়কে কখনোই সফল হতে দেওয়া সমীচীন নয় ।

উপরোক্ত বিষয়ে প্রাথমিক তদন্তের ভিত্তিতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম নিম্ন বর্ণিত আসামীদের কে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন নেতিবাচক প্রচারণায় লিপ্ত ছিল। জিজ্ঞাসাবাদে তারা তাদের অপকর্মের কথা স্বীকার করে। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের বিষয়ে ডিবি কর্তৃক অভিযান চলমান আছে। উক্ত বিষয়ে ডিএমপি ঢাকার গুলশান থানায় মামলা নং-০১ তারিখ- ০৫/০১/২০২৩খ্রিঃ ধারা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫/২৬/২৯/৩১/৩৫ রুজু করা হয়।

আসামীদের তথ্যঃ

১।মোঃ সাইদ উল্লা, পেশাঃ ব্যাংকার

২। মোঃ মোশাররফ হোসেন, পেশাঃ ব্যাংকার

৩। শহিদুল্লাহ মজুমদার, পেশাঃ ব্যাংকার

৪। ক্যাপ্টেন মজুমদার, পেশাঃব্যাংকার

সুপারিশমালাঃ

১।দেশে বর্তমানে পর্যাপ্ত বৈদিশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার বিষয়টি একটি গুজব। আতংকিত হয়ে ব্যাংক থেকে আমানত উত্তোলনে বিরত থাকতে হবে ।

২। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর বিষয়ে উৎসাহ প্রদান করতে হবে। এ বিষয়ে গুজব থেকে সচেতন থাকতে হবে।

৩ । গুজব রটনাকারীদের বিষয়ে পুলিশকে তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা হলো ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.