সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে ঢাকা ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৪ কোটি ৯৪ লাখ ৪২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ৪০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী-পার্ল হোটেলেরশেয়ার দর বেড়েছে ২০ দশমিক ৫০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯৩ কোটি ১১ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ৬২ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা তাকাফুল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ০৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৮ কোটি ১ লাখ ৫১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬০ লাখ ৩০ হাজার ২০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–ইস্টার্ন হাউজিংয়ের ১৪.২৪ শতাংশ, ইউনিক হোটেলের ১৩.৯৮ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৩.০১ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ১২.৪৭ শতাংশ, বিকন ফার্মার ১২.২১ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১০.৮৬ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১০.৫৬ শতাংশ দর বেড়েছে।