দরপতনের শীর্ষে আমরা টেকনোলজিস
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আমরা টেকনোলজিস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩৯৬ বারে ২০ লাখ ১২ হাজার ৯৫৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে জেএমআই হাসপাতালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৯৮৪ বারে ১৪ লাখ ৭ হাজার ৭৮৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮০ বারে ৩ লাখ ৯৫ হাজার ৩৮২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ৪.৪৮ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৪.২৮ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৯৯ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ৩.৮৯ শতাংশ, ইউনিক হোটেল ও রিসোর্ট ৩.৪১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৩.১৫ শতাংশ এবং নাভানা ফার্মাসিউটিক্যালসের ২.৭৪ শতাংশ শেয়ার দর কমেছে।