ইস্টার্ন লুব্রিকেন্টসের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি সভাটি অনুষ্ঠিত হয়।
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, সরকারের সচিব ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান জনাব এ বি এম আজাদ এনডিসি সভায় সভাপতিত্ব করেন।
কোম্পানির পরিচালক জনাব খালিদ আহম্মেদ, জনাব অনুপম বড়ুয়া, জনাব মুহম্মদ আশরাফ হোসেন, ইন্ডিপেনডেন্ট পরিচালক অ্যাডভোকেট মুন্সী গোলাম মোস্তফা ও জনাব মোঃ কামরুল হাসান, শেয়ারহোল্ডার পরিচালক জনাব নুসরাত সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাং জসীম উদ্দীন, কোম্পানি সচিব জনাব আলী আবছার, সিএফও জনাব মোঃ রেজাউল করিম সিদ্দিকী এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২২ তারিখে সমাপ্ত বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড-এর পর্ষদ চেয়ারম্যান জনাব এ বি এম আজাদ এনডিসি এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাং জসীম উদ্দীন সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উত্তর দেন।
সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর শেয়ারহোল্ডারগণ কর্তৃক ২০২১-২২ অর্থবছরের জন্য প্রতি শেয়ারে ৪০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অর্থাৎ সর্বমোট ৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন প্রদান করা হয়।