বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ওপর আলোকপাত করে আইএসডি’র আয়োজনে ‘ইনক্লুশন সিম্পোজিয়াম’
নিজস্ব প্রতিবেদক: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ওপর আলোকপাত করে বাংলাদেশে প্রথমবারের মতো ‘ইনক্লুশন সিম্পোজিয়াম’ আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-আইএসডি। আগামী ৩ মার্চ, শুক্রবার আইএসডি ক্যাম্পাসে এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে।
সিম্পোজিয়ামে অংশগ্রহণমূলক কর্মশালা ও সংলাপের মাধ্যমে অংশগ্রহণকারীরা সাংস্কৃতিক বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে জানার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে মূলবক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইনক্লুশন এক্সপার্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং স্বনামধন্য বক্তা, লেখক ও ইউরোপীয় ইউনিয়নের উপদেষ্টা ড্যানিয়েল সোবেল
ইনক্লুশন সিম্পোজিয়ামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রয়োজনের ওপর আলোকপাত করা হবে; পাশাপাশি, দেশের স্কুলগুলোতে বৈচিত্র্যময় শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি কীভাবে বাড়ানো যায়, সে সম্পর্কে আলোচনা করা হবে।
শিক্ষার্থীদের জ্ঞানের বিস্তৃতি, তাদের সক্ষমতা বৃদ্ধি করার, পাশাপাশি অন্তর্ভুক্তির সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীরা একসাথে জানার এবং এ সম্পর্কে কার্যকরী পদক্ষেপ গ্রহণের সুযোগ পাবেন। এছাড়াও, এটা তাদের পেশাগত পর্যায়ে উন্নয়নের সুযোগ তৈরি করবে; বিশেষ করে, যারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সিম্পোজিয়াম।
সিম্পোজিয়ামে সেশন পরিচালনা করবেন অ-লাভজনক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। সিম্পোজিয়ামে অংশগ্রহণে আগ্রহীদে https://lnkd.in/gArQe_Mm ,এ লিঙ্কে গিয়ে নিবন্ধন করতে হবে।