সাকিব-তামিম দ্বন্দ্ব নিজ চোখে দেখিনি, শুনেছি: পাপন
স্পোর্টস ডেস্ক: তিনি বিদেশি মিডিয়ার সঙ্গে একান্ত সাক্ষাতকারে বলেছেন, সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে বিরোধ রয়েছে। একজন আরেকজনের সঙ্গে কথা পর্যন্ত বলে না। তাদের বিরোধ নিরসনের চেষ্টা করেও আমি সফল হইনি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এমন মন্তব্যর রেশ ধরে গোটা দেশে তোলপাড়। চারদিকে ফিসফাস, কানাকানি। এরই মধ্যে আজ সোমবার সন্ধ্যার পরে টিম হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গিয়ে টিম বাংলাদেশের সাথে একান্তে বসে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তামিম বাহিনীর সাথে কথোপকোথন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে অনেক কথার ভিড়ে নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘সাকিব ও তামিমের দ্বন্দ্ব, কথা না বলা নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, সেটা তার নিজের চোখে দেখা নয়। বাইরে থেকে শোনা এবং বেশিরভাগ মিডিয়ার কাছ থেকে পাওয়া।’
বিসিবি বিগ বস বলেন, ‘জাতীয় দলের ড্রেসিং রুমের পরিবেশটা ভালো না, তামিম আর সাকিবের সম্পর্ক ভালো না, এটা বাইরে থেকে শোনা। মিডিয়া থেকে পাওয়া খবর।’
তবে পাপন স্বীকার করেন গত বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও তিনি কোন সমস্যা দেখেননি। বিশ্বকাপে যাওয়ার আগে সবাই বললো ড্রেসিং রুমের পরিবেশ ভাল নয়। বিশ্বকাপে গিয়ে দেখেছি সব ভাল ছিল।
পাপন যোগ করেন, ‘আজ থেকে তিন বছর আগেও আমি কোন সমস্যা দেখিনি। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপেও কোনো সমস্যা চোখে পড়েনি।’
সাকিব আর তামিম ইস্যুতে মন্তব্য করতে গিয়ে বিসিবি বিগ বস বলে ওঠেন, ‘ওদের সাথে কথা বলেছি, ওরাও বলেছে আমাদের মধ্যে কোন সমস্যা নেই।’
এদিকে আজ সোমবার সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যখন টিম হোটেলে বাংলাদেশ দলের সাথে দেখা করতে যান, তখন সাকিব ছিলেন না। আগেই জানা সাকিব সন্ধ্যায়,‘অপ্পো মোবাইলের একটি বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নিতে বসুন্ধরা কনভেনশনে যাবেন।’
পাপন জানান, ‘সাকিব তাকে আগেই ফোনে জানিয়েছে, আমি ওই অনুষ্ঠানে অংশ নিব। তাই আপনি যখন টিম হোটেলে যাবেন, তখন আমি থাকতে পারব না।’
শেষ পর্যন্ত হয়েছেও তাই। বিসিবি সভাপতির সাথে সাকিবের দেখা হয়নি আজ। আগের দিন রোববার সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘মাঠের বাইরে যাই থাকুক না কেন, মাঠে সাকিব ও তামিম দু’জনই ঠিক আছেন। দেশ মাতৃকার জন্য, লাল-সবুজ জার্সি পড়ে তারা শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সেটাই চান। তারও কথা, ‘আমিও বিশ্বাস করি তামিম এবং সাকিব মাঠে ঠিক আছে। দেশের জন্য নিজের সেরাটা উপহার দেবে।’
তিনি বোঝাতে চান, ওই কথাটাই সাকিব ও তামিম দ্বন্দ্বর সমাধানের প্রথম পদক্ষেপ। এরপর বসে পুরো সমাধান করার চেষ্টার কথাও বলেছেন তিনি।