দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৭ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদিন ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার সাতটিই ছিল বিমা খাতের প্রতিষ্ঠান।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের। আগের দিনের তুলনায় শেয়ারটির সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ।
দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্স। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৩০ শতাংশ। আর ৮ দশমিক ৫৫ শতাংশ শেয়ারদর বাড়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মেট্রো স্পিনিং, প্রগতি ইন্সুরেন্স, রুপালী লাইফ ইন্সুরেন্স, এডিএন টেলিকম, মেঘনা লাইফ ইন্সুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১২টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৮টির।