নিজস্ব প্রতিবেদক: সিএপিএম কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের নীট সম্পদ মূল্য ঘোষনা করেছে ।
ফান্ডের সকল সম্পদ ও দায় বিবেচনা করে বৃহস্পতিবার (০২ র্মাচ) কার্যদিবস শেষে ফান্ডটির মোট নীট সম্পদ মূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে টাকা ৭২১,৪৩৬,১০৮.৬৫ এবং বাজারমুল্যে টাকা ৭৮৮,৯১৩,২৩১.১৮।
অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১০.৭৯ টাকা এবং বাজারমূল্যে টাকা ১১.৮০ ।