ইবিএল ও হলিডে ইন’র চুক্তি
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ইবিএল ও হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের একটি গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এব্ং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মহা-ব্যবস্থাপক নরিজান বিনতি ইয়াকুব উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির ফলে ইবিএল কার্ডধারীরা রাজধানীর এই অভিজাত হোটেলটিতে বিশেষ সুবিধা ভোগ করবেন। ইবিএল ব্যাংকাস্যুরেন্স, সুটেডন্ট ব্যাংকিং ও রিটেইল প্রপোজিশন প্রধান মো. বিন মাজিদ খান এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের পরিচালক- বিক্রয় ধীরাজ রায়সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।