কুষ্টিয়ায় এফএসআইবিএল’র এটিএম বুথের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় রোটারি ক্লাব অব ঢাকা নর্থ আই হসপিটাল ভবনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত এটিএম বুথের উদ্বোধন করেন।
রোটারি ক্লাব অব ঢাকা নর্থের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আক্তার, ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মোঃ মোসফিকুর রহমান, রাজশাহী শাখার ব্যবস্থাপক মোঃ মতিয়ার রহমান এবং মেহেরপুর শাখার ব্যবস্থাপক মোঃ মামুনার রশিদসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এখন থেকে যেকোন ব্যাংকের গ্রাহকগণ উক্ত এটিএম বুথ থেকে ২৪ ঘন্টা নগদ উত্তোলন করতে পারবেন।