আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ মার্চ ২০২৩, মঙ্গলবার |

kidarkar

ভাতা বিল নিয়ে অর্থের আদেশে ইসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ভাতা বিল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আদেশ আমলে নিয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৬ মার্চ) ইসির সকল প্রশাসনিক কর্মকর্তাদের এ সংক্রান্ত তথ্য দিতে নির্দেশনা দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতা বিল দাখিলের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা এবং বদলিজনিত ভ্রমণ ভাতা পুনঃনির্ধারণ করা হয়, যা পহেলা অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এর আলোকে গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সরকারি অফিসে আইবাস প্লাসের মাধ্যমে অনলাইনে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতা বিল দাখিলের পাইলটিং কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে সকল সরকারি অফিসে আইবাস প্লাসের মাধ্যমে অনলাইনে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা এবং বদলিজনিত ভ্রমণ ভাতা বিল দাখিল করার নির্দেশ দেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, পহেলা মার্চ থেকে সকল সরকারি অফিসে আইবাসের মাধ্যমে অনলাইনে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা এবং বদলিজনিত ভ্রমণ ভাতা বিল দাখিল করতে হবে। ভ্রমণের দূরত্ব অর্থ বিভাগের ওয়েবসাইট এবং আইবাস প্লাসের ওয়েবসাইটে দূরত্ব চার্ট অনুসরণ করে নির্ধারণ করতে হবে

মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত অনলাইনে বিল দাখিলের পাশাপশি বিলের ১টি প্রিন্ট কপি স্বাক্ষর করে আনুসঙ্গিক কাগজপত্রসহ সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে পাঠাতে হবে এবং বিমান ভ্রমণের প্রাধিকারপ্রাপ্ত কর্মচারীদেরকে বিমানে ভ্রমণের প্রমাণক হিসেবে আবশ্যিকভাবে বোর্ডিং পাস আপলোড করতে হবে। বিলের প্রিন্ট কপির সাথে বোর্ডিং পাসের মূলকপি জমা প্রদান করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের এমন আদেশের পর নির্বাচন কমিশন তাদের সকল কর্মকর্তাদের এ সংক্রান্ত তথ্য ইন্টারনাল সাইটে দিতে নির্দেশ দিয়েছেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.