নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানের নর্থ সাউথ রোডের সিদ্দিক বাজারে অবস্থিত দুটি ভবনে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।
প্রতিষ্ঠানটির পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, তদন্ত কমিটিকে বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য ৫ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। বাকি ৩ সদস্যের নাম পরে জানানো হবে।