এএফসিতেন মেডিক্যাল সার্ভিস অ্যাওয়ার্ড বাংলাদেশের পদক
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ ডা. মো আলী ইমরান। দুই যুগের বেশি সময় ক্রীড়াঙ্গনে সেবা দিয়ে যাচ্ছেন এই চিকিৎসক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেডিক্যাল কমিটিতে রয়েছেন দীর্ঘদিন। ক্রীড়াঙ্গনে বিশেষত ফুটবলে অবদানের জন্য সম্প্রতি এশিয়ান ফুটবল কনফেডারেশনের পদক পেয়েছেন ইমরান।
৪-৬ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিত ‘৭ম এএফসি মেডিক্যাল কনফারেন্স’-এ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্পোর্টস মেডিক্যাল কমিটির ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আলী ইমরান দ্বিতীয়বারের মতো ‘এএফসি মেডিক্যাল সার্ভিস অ্যাওয়ার্ড (সিলভার)’ অর্জন করেন।
এর আগে তিনি ২০১৫ সালে ‘এএফসি মেডিক্যাল সার্ভিস অ্যাওয়ার্ড (ব্রোঞ্জ)’ অর্জন করেছিলেন। খেলাধূলার সঙ্গে আঘাত-ইনজুরির ওতপ্রোত সম্পর্ক। বাংলাদেশ স্পোর্টস মেডিসিন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনকে গতিশীল রাখার মাধ্যমে ইমরান ক্রীড়াঙ্গনে অবদান রাখার চেষ্টা করছেন।