আজ: শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ইং, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ মার্চ ২০২৩, শনিবার |

kidarkar

ময়মনসিংহে ১০৩ প্রকল্পের উদ্বোধন-ভিত্তিস্থাপন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে জেলা সার্কিট হাউস মাঠে ফিতা কেটে এসব প্রকল্পের উদ্ধোধন-ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্ধোধন করা প্রকল্প হলো, ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্নস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ, ত্রিশাল উপজেলার এক হাজার আসনবিশিষ্ট অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার নির্মাণ, ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প, ২১টি বিদ্যালয় ও কলেজের চার তলাবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, পাঁচটি ব্রিজ (মোট দৈর্ঘ্য ৩০৮ মিটার) নির্মাণ, দুটি স্মৃতিসৌধ, তিনটি বাজার ও ছয়টি ভবন নির্মাণ, সাতটি বক্স কালভার্ট ও ৬৯ দশমিক ৪২১ কিলোমিটার রাস্তা নির্মাণ।

এছাড়া ময়মনসিংহ ও কালকিনি মাদারীপুর ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্স ভবন নির্মাণ, বায়তুল মোকাররম ডায়াগনস্টিক সেন্টার শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ সদর উপজেলার সিরতা গ্রামে ৫০ শয্যাবিশিষ্ট ডা. মুশফিকুর রহমান শুভ মেমোরিয়াল ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্স নির্মাণ কাজ, ৬৪ জেলায় জেলা সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ (প্রথম পর্যায়ে ২২ জেলা) প্রকল্পের আওতায় ছয় তলাবিশিষ্ট ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয় নির্মাণ, আনসার ভিডিপি ব্যারাকের ভৌত সুবিধাদি সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দুই তলা আনসার ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সরকারপ্রধান।

সেইসঙ্গে ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার বিভিন্ন সড়কে সড়কবাতি স্থাপন প্রকল্প, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়ন রক্ষার্থে ব্রহ্মপুত্র নদের বাম তীরে বেড়িবাঁধ নির্মাণ, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের নতুন কমপ্লেক্স ভবন ও হলরুম নির্মাণ, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদে নতুন হাসপাতাল নির্মাণ, গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দর উন্নয়ন, শেখ কামাল ইনডোর স্টেডিয়াম, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ভবন নির্মাণ, জেলা আইনজীবী সমিতি মূল ভবন নির্মাণ, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোহনগঞ্জ উপজেলার শৈলজারঞ্জন সংস্কৃতি কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ভিত্তিপ্রস্তর স্থাপন করা ৩০টি প্রকল্পের মধ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়া পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জিলা স্কুলের সামনে কর্মজীবী মহিলা হোস্টেল কাম বাণিজ্যিক ভবন নির্মাণ, ছত্রপুর মৌজায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ১০তলা একাডেমিক ভবন নির্মাণ, আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন ৫০০ শয্যাবিশিষ্ট পাঁচতলা ছাত্র হোস্টেল ভবন নির্মাণ, তিনটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা।

এছাড়া চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির ফিজিক্যাল ফ্যাসিলিটিজ ডেভেলপমেন্ট শীর্ষক অপারেশনাল প্ল্যানের আওতায় ছয় তলা বার্ন ইউনিট নির্মাণ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সাতটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় নির্মাণ, মাল্টিপারপাস হল এবং আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ কাজ, টেকসই বন ও জীবিকা (সুফল) শীর্ষক প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলা সদরে দুই তলা ডিএফও অফিস, দুই তলা স্টাফ ব্যারাক, এক তলা অফিসার্স ডরমিটরি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।

সেইসঙ্গে ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্প, শেরপুরের কানাসাখোলা-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ থেকে ময়মনসিংহের রহমতপুর সড়ক উন্নয়ন, দেশরত্ন শেখ হাসিনা হলের ভিত্তিপ্রস্তর স্থাপন, শেখ রেহানা হলের ভিত্তিপ্রস্তর স্থাপন, রোজী জামাল হলের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের চার তলাবিশিষ্ট অফিস কাম ডরমিটরি ভবন নির্মাণ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ জোনের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করেন শেখ হাসিনা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.