আজ: শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ইং, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ মার্চ ২০২৩, রবিবার |

kidarkar

রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসতে পারেন চিকিৎসক নেতারা

নিজস্ব প্রতিবেদক : খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের সঙ্গে বৈঠকের পর তার আহ্বানে সাড়া দিয়ে কর্মবিরতি আরও ১৫ দিন স্থগিত করেছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

সার্বিক পরিস্থিতি নিয়েন আজ রোববার রাতে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএমএ নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে সংগঠনটি।

খুলনা সিটি মেয়র গতকাল শনিবার বিএমএ কার্যালয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি কর্মবিরতি আরও ১৫ দিন স্থগিত রাখার আহ্বান জানান। পরে দুপুরে বিএমএ নেতারা বৈঠক করে সেই আহ্বানে ঐক্যমত পোষণ করেন।

চিকিৎসকরা জানান, গত ২৫ ফেব্রুয়ারি খুলনা নগরীর একটি ক্লিনিকে ডা. নিশাত আবদুল্লাহকে মারধর করেন পুলিশের এএসআই নাঈম। এ ঘটনায় তাকে গ্রেপ্তারের দাবিতে গত ১ থেকে ৪ মার্চ কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। ৪ মার্চ মেয়রের আশ্বাসে তারা এক সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করেছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.