ব্যবসা পুনর্গঠন করবে লিন্ডেবিডি
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড পৃথককরণ প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস ও হার্ড গুডস ব্যবসা পুনর্গঠন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি আইনের বিধান অনুসারে হাইকোর্টের জন্য এ বিষয়ে একটি খসড়া জমা দিয়েছে।।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে,কোম্পানিটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে নতুন ব্যবসা করতে পারবে।
লিন্ডেবিডি উচ্চ আদালত এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সম্মতি পেলে হার্ড পণ্য ব্যবসার জন্য সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে। এতে কোম্পানির পণ্যের পরিসরে বৈচিত্র আনবে।
সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে লিন্ডে বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ টাকা ৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ৮০ টাকা ৫৫ পয়সায়। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে প্রায় ২৮ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯৭ টাকা ৪৪ পয়সায়।