ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে‘সিরিজ জয় আমাদের জন্য অনেক বড় সাফল্য’
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়। যে সিরিজ জয়ে আনন্দে ভাসছে গোটা বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম থেকে এই আনন্দ ছড়িয়ে গেছে দেশের প্রতিটি প্রান্তরে। বাংলাদেশের এই সিরিজ জয়কে অনেক বড় সাফল্য হিসেবে দেখছেন সাবেক টাইগার অধিনায়ক রাজিন সালেহ।
বিশ্বচ্যাম্পিয়ন দলকে সিরিজ হারানোর পর গণ মাধ্যেম এর সঙ্গে কথা বলেছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় কোচ রাজিন সালেহ। নিজের অভিমত ব্যক্ত করে তিনি বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমাদের জন্য অনেক বড় একটা সাফল্য। অনেকদিন ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের ছেলেরা স্ট্রাগল করছিল। এরই মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারালাম, যা আমাদের জন্য অনেক বড় কিছু।’
একসময় সাকিবের সঙ্গে মাঠের ক্রিকেটে খেলেছেন রাজিন সালেহ। যে কারণে সাকিবের সম্পর্কে বেশ ধ্যান-জ্ঞানই আছে রাজিনের। টি-টোয়েন্টি ক্রিকেটের এই দলে সাকিবের অধিনায়কত্ব নিয়ে রাজিন বলেন, ‘আমি আগেও মিডিয়াতে অনেকবার বলেছি সাকিবের অধিনায়কত্ব নিয়ে। সাকিবের অধিনায়কত্ব সবসময় অসাধারণ। সত্যি কথা বলতে, মাঠে যেভাবে সে খেলোয়াড়দের সঙ্গে সরাসরি যুক্ত থাকে, এটি দারুণ ব্যাপার। বোলিং পরিবর্তনের ক্ষেত্রে যখন যাকে প্রয়োজন তখন তাকে এনেছে। বিশেষ করে মিরাজের কথা বলা যায়, সেই সিদ্ধান্ত ছিল অসাধারণ।’
সবশেষ বিপিএলে শান্তর কোচ ছিলেন রাজিন সালেহ। সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা শান্ত বিপিএলে ব্যাট হাতে ছড়িয়েছেন রানের ফুলঝুরি। এতে তিনি সমালোচকদের মুখও তালাবন্দী করেছিলেন। চলতি ইংল্যান্ড সিরিজে শান্ত যেন সেসব সমালোচকদের মুখে শেষ পেরেক ঠুকে দিয়েছেন। সিরিজ জয়ের ম্যাচেও দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
রাজিন আরও জানান, ‘একটা লাইন আছে এমন, হেটার্সরা আমাকে আরো বেশি হেট করতে থাকো, কারণ এর মাধ্যমেই আমি আরো শক্তিশালী হয়ে উঠব। এই বাক্যটার সাথে এখন শান্তকে মেলানো যায়।’
অবশ্য এই শান্তকে নিয়ে বরাবরই নির্ভার ছিলেন রাজিন সালেহ। যে কারণে ইংল্যান্ড সিরিজ জুড়ে শান্ত’র ব্যাটিং নিয়ে এক কথায় এই কোচ জানালেন ‘অসাধারণ’।
বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের কোচের দায়িত্ব সামলানো রাজিন বলেন, ‘শান্ত এক কথায় অসাধারণ। সে দারুণ ফর্মে রয়েছে। অথচ এক সময় শান্তকে নিয়ে পেছনে অনেক কথা বলতে শুনেছি। স্টেডিয়ামেও আজ শান্ত শান্ত বলে রব উঠেছিল। শান্ত শেষ পর্যন্ত টিকে থেকেই ম্যাচ জিতিয়ে বের হল। আশা করি শান্তর এই ধারা অব্যাহত থাকবে। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে শান্ত এখন অনেক ম্যাচিউর।’