আজ: সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫ইং, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ মার্চ ২০২৩, মঙ্গলবার |

kidarkar

সর্বাধিক শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি

নিজস্ব প্রতিবেদক: দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য অনন্য ব্যাংকিং সেবা নিয়ে সবচেয়ে বেশি শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার মাইলফলক অর্জন করল আইএফআইসি ব্যাংক। দেশের জেলা, উপজেলা, শহর, গ্রামে বিস্তৃত ১২৪৩টি শাখা-উপশাখার প্রত্যেকটিতেই আছে ওয়ান স্টপ সার্ভিস ও নিজস্ব কর্মীর মাধ্যমে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা।

মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে এ উপলক্ষে মাইলফলক উদ্যাপন অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালকরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনলাইনে যুক্ত থাকার মাধ্যমে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন সারা দেশে আইএফআইসি ব্যাংকের প্রতিটি শাখা-উপশাখায় নিয়োজিত কর্মীবৃন্দ। এ উপলক্ষ্যে প্রধান কার্যালয়ের সঙ্গে সঙ্গে সারা দেশের প্রতিটি শাখা-উপশাখায় উৎসবমুখর পরিবেশে ব্যাংকের গ্রাহকবৃন্দ,শুভানুধ্যায়ী,  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শুভেচ্ছা বিনিময় করেন এবং আপ্যায়নে অংশগ্রহণ করেন।

কোনো এজেন্ট নয়, নিজস্ব সুদক্ষ কর্মীবাহিনী, উন্নত প্রযুক্তি, বহুমাত্রিক ডেলিভারি চ্যানেল, সময়োপযোগী পণ্য ও সেবা নিয়ে বৃহত্তম জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রতিবেশী হয়ে ব্যাংকিং সেবা নিশ্চিত করছে আইএফআইসি ব্যাংক।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.