মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ফ্রি চিকিৎসা দেবে ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা শাখা। সেখানে গাইনী ও শিশু রোগীদের নিয়ে ফ্রি মেডিকেল সেবা দেওয় হবে। ক্যাম্পে সম্পুর্ণ ফ্রি রোগী দেখবেন হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ, ডা. সালিমা আক্তার জাহান, ডা. শাফিয়া আফরিন এবং শিশু ও কিশোর বিশেষজ্ঞ ডা. মো. নুরুল ইসলাম, ডা. মো. মোশাররফ হোসেন।
এছাড়া ক্যাম্প উপলক্ষে ল্যাবরোটরী পরীক্ষা নিরীক্ষায় থাকবে বিশেষ ছাড়। আগ্রহী রোগীদের আগামী ২৫ মার্চের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা। (মুগদা থানার পার্শে¦) দক্ষিণ মুগদাপাড়া, ঢাকা-১২১৪। হট লাইন ঃ02-7274200-4, 01724008677, 01771571518