নিজস্ব প্রতিবেদক: দূষিত বাতাসের শহরের তালিকায় শুক্রবার (২৪ মার্চ) সপ্তম অবস্থানে জায়গা করে নিয়েছে রাজধানী ঢাকা। এদিন ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। সকাল সাড়ে ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৫৫।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে বেশিবার অস্বাস্থ্যকর বায়ুর মধ্যে সময় কাটিয়েছে নগরবাসী। চলতি মার্চেও বজায় রয়েছে সেই ধারাবাহিকতা।
একিউআই স্কোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ২০৯। ১৮২ স্কোর নিয়ে দ্বিতীয়তে ইরাকের রাজধানী বাগদাদ, ১৭৫ স্কোর নিয়ে তৃতীয়তে থাইল্যান্ডের চিয়াং মাই। এরপর ১৫৯ স্কোর নিয়ে চতুর্থতে ভিয়েতনামের হ্যানয় এবং ১৫৬ স্কোর নিয়ে পঞ্চমে রয়েছে পাকিস্তানের করাচি।
একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কী পরিমাণ দূষিত, সে সম্পর্কে তথ্য দেয় এবং কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরির সম্ভাবনা রয়েছে কিনা তা জানায়।