সাপ্তাহিক দরপতনের শীর্ষে বেঙ্গল উইন্ডসর
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২৫ দশমিক ৩২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৭ কোটি ১২ লাখ ৯২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ৪০০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৪৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭৯ কোটি ৬৮ লাখ ১৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ কোটি ৯৩ লাখ ৬২ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১০ দশমিক ৫৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৮ কোটি ২৪ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৬৪ লাখ ৯৫ হাজার ৬০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ওরিয়ন ইনফিউশনের ৮.৯৩ শতাংশ, আইএফআইএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ড- ১ এর ৮.৫৭ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৭.৯১ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৬.২৪ শতাংশ, ইসলামী কর্মাশিয়াল ইন্স্যুরেন্সের ৫.৮০ শতাংশ, এডিএন টেলিকমের ৫.৬৮ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের ৫.৩৪ শতাংশ শেয়ারের দাম কমেছে।