এসবিএসি ব্যাংক ও ক্লাউড ওয়েল চুক্তি
নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের ডিজিটাল লেনদেন পরিসেবার লক্ষে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও ক্লাউডওয়েল লিমিটেডের প্রতিষ্ঠান ‘পেওয়েল’র মধ্যকার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আজীম এবং ক্লাউডওয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিসুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।
এসবিএসি ব্যাংকের এডিসি’র প্রধান মোহাম্মদ শফিউল আজম, এজেন্ট ব্যাংকিংয়ের প্রধান মো. ফিরোজ চৌধুরী, পেওয়েলের সিওও মোহাম্মদ কুদরতুল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তিটির মাধ্যমে এসবিএসি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং গ্রাহকরা পেওয়েলের প্লাটফরম ব্যবহার করে ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল টপআপ, টিকিটসহ সবধরনের ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন।