আজ: সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ইং, ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ মার্চ ২০২৩, সোমবার |

kidarkar

সাকিব আল হাসান-এর সাথে সেভেনআপ-এর রিফ্রেশিং রমজান ক্যাম্পেইন

 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নতুন ক্যাম্পেইন শুরু করেছে সেভেনআপ। ক্যাম্পেইনের নতুন একটি ভিডিও/ টিভিসি-তে রমজানের পবিত্রতা ও পারস্পারিক ভাতৃত্ববোধ তুলে ধরা হয়েছে, যেখানে এক ভিন্ন রূপে দেখা দিবেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান।

টিভিসি’তে রমজান উপলক্ষ্যে সেভেনআপ-এর লিমিটেড এডিশনটি প্যাকটি দেখা যাবে, যা ইফতারের তৃপ্তিতে যোগ করবে নতুন মাত্রা।

এই নতুন টিভিসি’তে রমজান মাসজুড়ে মানুষের মধ্যকার সহনশীল ও সহানুভূতিশীল মনোভাব ফুটিয়ে তুলেছে। টিভিসি’র শুরুতে দেখা যায় সাকিব একটি রিফ্রেশিং জিংগেল গান গেতে গেতে এগিয়ে যাচ্ছে। সেসময় সে বেশকিছু পরিস্থিতির সম্মুখীন হয়, যেখানে দেখা যায় রোজাদাররা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। ঠিক তখনই সাকিব তাদের দিকে একটি ঠান্ডা সেভেনআপ-এর বোতল এগিয়ে দেন, যা ইফতারে তাদেরকে রিফ্রেশ করে তুলবে। এখানে বোঝানো হয়েছে যে, রমজানে সকলের উচিৎ সংযম ও আত্মশুদ্ধির পাশাপাশি একে অপরকে সাহায্যের চেষ্টা করা। টিভিসি’র শেষে দেখানো হয় সাকিব বাড়ি ফিরে তাঁর ছোট ভাইকে এই কথাটিই স্মরণ করিয়ে দিচ্ছে, আর সবশেষে সবাই মিলে একটি ঠান্ডা সেভেনআপ-এর বোতলের সাথে ইফতার উপভোগ করেন।

ক্যাম্পেইন সম্পর্কে পেপসিকো’র বাংলাদেশ রিজিওনের সিনিয়র মার্কেটিং ডিরেক্টর অনুজ গোয়াল বলেন, “বাংলাদেশজুড়ে পুরো রমজান মাস অত্যন্ত উৎসবমুখর পরিবেশের সাথে পালন করা হয়। রমজানের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে, রমজানের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অনুপ্রাণিত হয়ে এই লিমিটেড এডিশন প্যাকটি আমরা বাজারে এনেছি। এই টিভিসিতে আমাদের ‘ভাবো ফ্রেশ’ ধারণা প্রতিফলিত হয়েছে, যা একটি তাৎপর্যপূর্ণ বার্তার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে এবং দর্শকদের মাঝে এটি সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস। এছাড়া সাকিব আল হাসান-এর সাথে আবারও কাজ করতে পেরে এবং তাঁর মাধ্যমে এই বার্তাটি সকলের কাছে পৌঁছাতে পেরে আমরা আনন্দিত। দর্শক ও গ্রাহকরা ইফতারে সেভেনআপ-এর নতুন প্যাকটি উপভোগ করবে, এই প্রত্যাশাই করছি।”

ট্রান্সকম বেভারেজ-এর হেড অব মার্কেটিং শরফুদ্দিন ভূঁইয়া শ্যামল বলেন, “দেশের সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড হিসেবে আমরা সর্বদাই ভোক্তাদের আনন্দদায়ক ও নতুন কিছু উপহার দিয়ে এসেছি। সেভেনআপ-এর সাথে সাকিব আল হাসানের নতুন এই ক্যাম্পেনটি ভোক্তাদের পছন্দ হবে এবং ফ্রেশ ভাবতে সাহায্য করবে বলে আমি আশাবাদী।”

ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান বলেন, “সেভেনআপ-এর সাথে কাজ করাটা আমি বরাবরই উপভোগ করি। নতুন এই ক্যাম্পেইন, যথাযথ মর্যাদার সাথে রমজান পালনের পাশাপাশি ফ্রেশ ভাবতে, পারস্পরিক সহানুভূতি ও ভাতৃত্ববোধ প্রকাশে উদ্বুদ্ধ করবে। আমি আশা করছি, ভক্তরা নতুন টিভিসি’টি দেখে ইফতারে সেভেনআপ-এর লিমিটেড এডিশন প্যাকটি উপভোগ করবে এবং রিফ্রেশড হবে।”

এই ক্যাম্পেইনটি টিভি, ডিজিটাল, আউটডোর এবং সোস্যাল মিডিয়ায় ৩৬০ডিগ্রি ক্যাম্পেইনের মাধ্যমে সম্প্রচার করা হবে। সেভেনআপের লিমিটেড এডিশন রমজান প্যাক এখন ছোট ও বড় বোতলে সকল মডার্ন ও ট্র্যাডিশনাল রিটেইল আউটলেট এবং দেশের ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে।

 

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.