আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৬ জন নিহত
কাবুলে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছের একটি ব্যবসা কেন্দ্রের সামনে ওই বিস্ফোরণ ঘটেছে। সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।
পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, “মালিক আসগর স্কয়ারে পৌঁছানোর আগেই আত্মঘাতী হামলাকারীকে নিরাপত্তা চৌকি শনাক্ত করে। কিন্তু তার আগেই সাথে থাকা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি। এতে এ হতাহতের ঘটনা ঘটে।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর এক টুইটে লিখেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীকে শনাক্ত করার পর তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। কিন্তু তার আগেই বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন তিনি। এতে ঘটনাস্থলে ছয় বেসামরিক নিহত হয়।
ইতালীয় বেসরকারি দাতব্য সংস্থা এক শিশুসহ দু’জনের মৃতদেহ ও ১২ জনকে আহত অবস্থায় পাওয়ার তথ্য নিশ্চিত করেছে। আহতদের মধ্যে তালেবানের নিরাপত্তা বাহিনীর অন্তত তিন সদস্য রয়েছে।