মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা
স্পোর্টস ডেস্ক : পাশাপাশি দুই লিওনেল মেসি। মুখে হাসি, হাতে বিশ্বকাপ ট্রফি। মেসি তো আর জমজ নন, তাহলে। সত্যিকারের মেসির পাশে ওখানে আসলে লিওর প্রতিমূর্তি। দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে এভাবেই দেখা যায় বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার ফুটবল জাদুকরকে।
প্যারাগুলের লুকে শহরে কনমেবলের সদর দপ্তরে উন্মোচিত হলো বিশ্বকাপ ট্রফি হাতে মেসির ভাস্কর্য। এতে করে দুই কিংবদন্তি পেলে ও ডিয়েগো ম্যারাদোনার পাশে স্থান পেলো মেসির এই ভাস্কর্য। এদিন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা করেন।
গত বছরের ডিসেম্বরে বিশ্বকাপ জেতার আগেও আরও দুটি আন্তর্জাতিক ট্রফি জিতেছিলেন মেসি। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতার পর ইতালিকে হারিয়ে জেতেন লা ফিনালিসিমা। বিশ্বকাপ এবং ফিনালিসিমা ট্রফির রেপ্লিকা উপহার দেওয়া হয় মেসিকে। এই সময় মেসির কোচ ও সতীর্থদেরও দেওয়া হয় কোপা আমেরিকা, বিশ্বকাপ ও ফিনালিসিমা ট্রফির ছোট রেপ্লিকা।
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে দেওয়া হয় সম্মাননাও। এই সময়ে মেসির হাতে ফুটবলের ব্যাটন তুলে দিয়ে কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ বলেছেন, ‘দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নামে, বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দিলাম।’
এতো বড় দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত মেসিও সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, ফুটবল ক্যারিয়ারে আমি সবকিছুই অর্জন করতে পেরেছি। আমার সব সতীর্থদের ধন্যবাদ, এত সুন্দর উপহার দেওয়ার জন্য। কনমেবলকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই বিশেষ আর দারুণ একটি মুহূর্তে কাটাচ্ছি। অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। লাতিন আমেরিকান কোনো দেশের বিশ্বকাপ জেতার সময়ই ছিল এটা।’
এতটা সম্মান পেয়ে আবেগে আপ্লুত মেসি আরও বলেন বলেন, ‘এটা আসলেই অনেক বড় অর্জন। আমি কখনো এমন কিছু পাওয়ার কথা ভাবিওনি।’
দুই প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনায় ফিরেছেন মেসি। কাতার বিশ্বকাপের পর প্রথম ম্যাচে বৃহস্পতিবার পানামার বিপক্ষে ২-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। দারুণ এক ফ্রি-কিক থেকে ক্যারিয়ারের ৮০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন অধিনায়ক।