লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৯ মার্চ) ডিএসইতে ইস্টার্ন হাউজিংয়ের ২৫ লাখ ১৫ হাজার ৭২৯টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২৬ কোটি ৮১ লাখ টাকা। সবচেয়ে বেশি শেয়ার লেনদেনের মাধ্যমে কোম্পানিটি আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেলের ২১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ২৮ লাখ টাকার।
বুধবার ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- জেমিনি সী ফুড, জেনেক্স ইনফোসিস, রংপুর ডেইরি (আরডি ফুড), সি পার্ল বিচ রিসোর্ট, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।