আদালতে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান
নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে হাজির করা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। তাকে রাখা হয়েছে আদালতের হাজতখানায়।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনচার্জ জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (২৯ মার্চ) সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামের একজন বাদী হয়ে ডিএমপির তেজগাঁও থানায় সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সে মামলায় শামসুজ্জামান শামসকে গ্রেফতার দেখিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।