প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২২৯ বারে ১ লাখ ২ হাজার ১০৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে হাক্কানি পাল্পের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২০০ বারে ৩ লাখ ১৫ হাজার ৫৬১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২৭ বারে ৫৯ হাজার ২৬০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইমাম বাটনের ৩.৭৬ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিংয়ের ৩.৩৮ শতাংশ, বঙ্গজের ৩.১৮, শামপুর সুগার মিলসের ৩.০১ শতাংশ, সমতা লেদারের ২.৭৪ শতাংশ, সোনালী পেপারের ২.৬৮ শতাংশ ও ন্যাশনাল ফিডের ২.৫৪ শতাংশ দর কমেছে।