পদ্মা সেতুতে ৪১ কিলোমিটার পরীক্ষামূলকভাবে চললো ট্রেন
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু দিয়ে পরীক্ষমূলকভাবে চলেছে ট্রেন। দুপুর ১টা ২১ মিনিটে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে ট্রেনটি যাত্রা শুরু করে। এর আগে পরীক্ষামূলক ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ট্রেনটি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত পর্যন্ত চলেছে। রেলমন্ত্রী ট্রেনে পাড়ি দেন পুরো পদ্মা সেতু।
পদ্মা সেতুর সড়কপথ চালুর ১০ মাসের মাথায় এবার প্রস্তুত রেলপথ। আজ (মঙ্গলবার) রেলপথের ৪১ কিলোমিটার পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে।
প্রকৌশলীরা জানান, বুধবার (২৯ মার্চ) রেলপথের সবশেষ ৭ মিটার অংশের ঢালাই দেওয়ার মাধ্যমে কাজ সমাপ্ত হয়। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে প্রকৌশলীদের পরীক্ষায় পুরো সেতুতে ট্রেন চলার জন্য উপযোগী হয়ে উঠেছে বলে নিশ্চিত করা হয়।
প্রকৌশলীরা বলছেন, বিশ্বমানের করে প্রস্তুত করা হয়েছে পদ্মা সেতুর রেলপথ। যা শত বছরেরও বেশি সময় টেকসই থাকবে।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে পারব। আজ পদ্মা সেতু অতিক্রম করছি, প্রাথমিকভাবে এটাই আমাদের সফলতা। আমি আশা করছি অল্প কয়েকদিনের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ উদ্বোধন করা হবে।
গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর একদিন পরে জনসাধারণের জন্য সড়কপথের দুয়ার উন্মুক্তি করে দেওয়া হয়। এরপর সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচলের অপেক্ষা ছিল। অবশেষে পদ্মা সেতু চালু হওয়ার প্রায় দশ মাস পরে সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।
মাওয়া-ভাঙ্গা অংশে ৯১ শতাংশ কাজ শেষ হয়েছে। ঢাকা-মাওয়া অংশে ৭২.৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভাঙ্গা-যশোর অংশে ৬৮ শতাংশ কাজ শেষ হয়েছে। এছাড়া যাত্রীবাহী কোচের সংখ্যা ১০০টি এরমধ্যে ৪৫টি সংগৃহীত হয়েছে।
পরীক্ষামূলকভাবে চলাচলকৃত ট্রেনে জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী, পানিসম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ইকবাল হোসেন অপু, নাঈম রাজ্জাক ও আব্দুস সোবহান গোলাপ ভ্রমণ করেন।