ব্লকে জেমিনি সি ফুডের সর্বোচ্চ লেনদেন
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারের ব্লকে ৫৩ কোম্পানিটির ৮৯ লাখ ৬ হাজার ৮২৪টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৫৫ কোটি ৪৯ লাখ টাকার বেশি। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে জেমিনি সি ফুড লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ডিএসইর ব্লকে সর্বোচ্চ লেনদেন হওয়া জেমিনি সি ফুডের লেনদেন হয়েছে ৯ কোটি ৩২ লাখ ৩২ হাজার টাকার।
এদিন ব্লকে শীর্ষ লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের ৬ কোটি ৯৬ হাজার ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৫ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।
এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আলহাজ টেক্সটাইল, স্কয়ার ফার্মা, জেনেক্স ইনফোসিস, মোজাফ্ফর হোসাইন স্পিনিং, আমরা নেটওয়ার্কস, আনোয়ার গ্যালভানাইজিং এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।