আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ এপ্রিল ২০২৩, বুধবার |

kidarkar

ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ৩০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

নিজস্ব প্রতিবেদক: ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে রয়েছে ২০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট কুপন। পাশাপাশি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ পেমেন্ট করা তিনজন গ্রাহক পাচ্ছেন ১০০০ পর্যন্ত টাকা ক্যাশব্যাক। এছাড়া রমজান মাসজুড়ে ইফতার ও সেহরিতে নির্দিষ্ট রেস্টুরেন্টে থাকছে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

ব্র্যান্ড আউটলেট, ছোট-বড় দোকান, সুপারশপ, গ্রোসারিশপ, রেস্টুরেন্টসহ অনলাইন, ফেসবুক শপে কেনাকাটায় গ্রাহকরা পাচ্ছেন এই ক্যাশব্যাক ও ডিসকাউন্ট কুপন।

২২ এপ্রিল পর্যন্ত বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *২৪৭# কিংবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

অনলাইন ও ফেসবুক শপে সর্বোচ্চ ৫০০ টাকা ক্যাশব্যাক

নির্দিষ্ট অনলাইন শপ থেকে কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই অফারে একজন গ্রাহক দিনে ১৫০ টাকা ও অফার চলাকালীন সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। পাশাপাশি, গ্রাহকরা পছন্দের ফেসবুক শপ থেকে কেনাকাটা করে বিকাশে পেমেন্ট করলেই পাচ্ছেন ৫ শতাংশ, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক দিনে ১০০ টাকা এবং অফার চলাকালীন ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

নির্দিষ্ট আউটলেট থেকে বিকাশ পেমেন্টে পছন্দের পোশাক, জুতা বা ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটা করে গ্রাহকরা পাচ্ছেন ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন। গ্রাহকরা অফার চলাকালীন নির্দিষ্ট আউটলেট থেকে ন্যূনতম ১,৫০০ টাকার বিকাশ পেমেন্ট করলেই প্রতিবার পাচ্ছেন ২০০ টাকার কুপন। একজন গ্রাহক সর্বোচ্চ তিনবার ২০০ টাকা করে মোট ৬০০ টাকার ডিসকাউন্ট কুপন উপভোগ করতে পারবেন। কুপন পাওয়ার পরবর্তী সাতদিন পর্যন্ত ব্যবহারের মেয়াদ থাকবে এবং কুপন ব্যবহার করতে হলে ন্যূনতম ১,০০০ টাকার কেনাকাটা করতে হবে।

নির্দিষ্ট সুপারস্টোর থেকে প্রয়োজনীয় গ্রোসারি শপিং করে বিকাশ পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ৫০০ টাকার ডিসকাউন্ট কুপন। অফার চলাকালীন নির্দিষ্ট সুপারস্টোর থেকে ন্যূনতম ১,০০০ টাকার গ্রোসারি বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন প্রতিবার ১০০ টাকার কুপন। একজন গ্রাহক অফার চলাকালীন সর্বোচ্চ পাঁচবার উপভোগ করতে পারবেন। অফারটি শুধু বৃহস্পতি, শুক্র ও শনিবার উপভোগ করা যাবে। একদিনে সর্বোচ্চ একটি কুপন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

পাশাপাশি, নির্দিষ্ট অনলাইন গ্রোসারি শপ থেকে কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ২.৫ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই অফারে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

বিকাশ পেমেন্টে কেনাকাটা করে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ পেমেন্ট করে গ্রাহকরা পাচ্ছেন ১০০% ক্যাশব্যাক। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রতি ঘণ্টায় তিনজন গ্রাহক সর্বোচ্চ কেনাকাটা করে বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ১০০%, সর্বোচ্চ ১,০০০ টাকা ক্যাশব্যাক। অফার চলাকালীন একজন গ্রাহক একবার অফারটি নিতে পারবেন। লেনদেন সম্পন্ন হওয়ার ২-৩ কার্যদিবসের মধ্যে ক্যাশব্যাক পেয়ে যাবেন গ্রাহক।

ইফতার-সেহরিতে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

কেনাকাটার পাশাপাশি, রমজান মাসজুড়ে গ্রাহকরা নির্দিষ্ট রেস্টুরেন্টে ন্যূনতম ১০০ টাকা বিকাশ পেমেন্টে করলেই পাচ্ছেন ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রতিদিন সর্বোচ্চ ১০০ টাকা এবং অফার চলাকালীন সর্বোচ্চ ১,০০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

অফার এবং ডিসকাউন্ট কুপন সম্পর্কিত অফারগুলোর বিস্তারিত পাওয়া যাবে এই লিংকে – www.bkash.com ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.