সূচকের মিশ্রাবস্থায় কমলো লেনদেন
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০২ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৪৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২ টির, দর কমেছে ৬৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯০ টির।
ডিএসইতে ৫২৭ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১৮ কোটি ৬৪ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৬৪৬ কোটি টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০৮ পয়েন্টে।
সিএসইতে ১১৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩১ টির দর বেড়েছে, কমেছে ৩৩ টির এবং ৫০ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।