সাপ্তাহিক দরপতনের শীর্ষ ইউনিলিভার
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৩৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭ কোটি ১৬ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৪৩ লাখ ৩৩ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাষ্ট্রিজের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৬৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ২১ লাখ ৮ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রনিক্সের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৯৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৪ লাখ ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮০ লাখ ৯০ হাজার ৪০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– এডিএন টেলিকমের ৮.৫৬ শতাংশ, মেঘনা পেটের ৮.৩৯ শতাংশ, বেঙ্গল উইন্ডসরের ৮.১৩ শতাংশ, ইনটেকের ৭.৯৪ শতাংশ, জিলবাংলা সুগারের ৭.৮৮ শতাংশ, ৭.১৩ আইএসএনের শতাংশ এবং বিকন ফার্মার ৫.২২ শতাংশ দর বেড়েছে।