রূপালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের বৈদেশিক বাণিজ্য সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ মার্চর্) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৈদেশিক বানিজ্য ঋণ ও আন্তর্জাতিক বিভাগের আয়োজনে সারা দেশের ২৯টি আমদানি-রপ্তানি শাখা (এডি শাখা) ব্যবসায়িক সম্মেলনে অংশগ্রহণ করে। কনফারেন্সে উদ্বোধক ও প্রধান আলোচক ছিলেন রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় ম্যানেজিং ডিরেক্টর রপ্তানি বাণিজ্য বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট শাখাসমূহের প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি রেমিট্যান্স বৃদ্ধি ও খেলাপী ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ ছাড়াও তিনি রপ্তানি বাণিজ্য উৎসাহিত করার লক্ষ্যে রপ্তানিকারকদের দ্রুততম সময়ে সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
রপ্তানি বানিজ্যে উৎসাহিত করার জন্য অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোকে পুরস্কারের জন্য কর্পোরেট-১ ও কর্পোরেট-২ এই দুইভাগে ভাগ করা হয়। কর্পোরেট -১ শাখা ক্যাটাগরিতে রপ্তানি বানিজ্যে এস কে রোড কর্পোরেট, নারায়নগঞ্জ, লোকাল অফিস, ঢাকা ও শামস বিল্ডিং কর্পোরেট, খুলনা এবং কর্পোরেট-২ শাখা ক্যাটাগরীতে রপ্তানি বাণিজ্যে রূপালী সদন কর্পোরেট, চট্টগ্রাম, মনোহরপুর কর্পোরেট, কুমিল্লা ও নিউ মার্কেট কর্পোরেট, চট্টগ্রামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মো. শওকত আলী খান, তাহমিনা আখতার ও হাসান তানভীর।
মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে ব্যাংকের জিএম মো. হারুনুর রশিদ, ইকবাল হোসেন খাঁ, শিকদার ফারক-এ আজম, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ের সকল ডিজিএম এবং ২৯ টি এডি শাখার শাখা ব্যবস্থাপকগণসহ ঊর্ধতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।