জাকাত প্রদানকে সহজ করেছে নগদ ইসলামিক
নিজস্ব প্রতিবেদক: শরিয়াহভিত্তিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ ইসলামিক’ এ খুব সহজ উপায়ে প্রদান করা যাচ্ছে জাকাত। বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সাহায্যে জাকাত ও দানের টাকা গরিব ও অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে নগদ ইসলামিকের মাধ্যমে।
নগদ ইসলামিক অ্যাপ বা ওয়েবসাইটের সাহায্যে গ্রাহকেরা খুব কম সময়ে সহজেই জাকাত ক্যালকুলেটর ফিচারের সাহায্যে জাকাতের টাকা হিসাব করতে পারেন। সেক্ষেত্রে বাৎসরিক আয়, বিনিয়োগ, স্বর্ণ, ঋণ ও সম্পদের তথ্য প্রদান করে খুব সহজে জাকাতের টাকার হিসাব করা যায় নগদ ইসলামিকের জাকাত ক্যালকুলেটরে।
বিশ্বস্ত এ প্রতিষ্ঠানগুলো হলো- আল মারকাযুল ইসলামী, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, তাসাউফ ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, কে কে ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, ময়মনসিংহ মেডিকেল কলেজ–জাকাত ফান্ড, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি (জাকাত তহবিল) এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস।
গরিব ও অসহায় মানুষের পাশে থাকার জন্য নগদ ডোনেশন সেবাটিকে আরও বেশি বেগবান করেছে, যাতে করে মানুষ তাদের জাকাত বা দানের টাকা খুব সহজে অভাবী ও গরিবদের কাছে পৌঁছে যায়।
এ বিষয়ে নগদের নির্বাহী পরিচালক ও নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য আমিনুল হক বলেন, আমরা লক্ষ্য করি অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও সময় ও সুযোগের অভাবে জাকাত ও আর্থিক অনুদান প্রদান করতে পারে না। দাতা, বিতরণকারী ও উপকারভোগীদের এ সমস্যার সমাধান নিয়ে এসেছে নগদ ইসলামিক।
মুসলিম জীবনধারার সঙ্গে সঙ্গতি রেখে ২০১৯ সাল থেকে চালু রয়েছে ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট। যার মাধ্যমে সুদবিহীন সঞ্চয়, হজ ও ওমরাহর যাতায়াত ও ইসলামিক জীবন বীমার পেমেন্ট, রোজা ও নামাজের সময়সূচি দেখা, বাংলা অর্থসহ আল কোরআন ও হাদিস পাঠসহ প্রতিদিনের ইবাদত সংক্রান্ত যাবতীয় সব সেবা উপভোগ করতে পারছেন গ্রাহকেরা।