লেনদেনের শীর্ষে ইউনিক হোটেল
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৪৪৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৭ এপ্রিল) ডিএসইতে কোম্পানিটির ৪৭ কোটি ২২ লাখ ৩৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির লেনদেন হওয়া এসব শেয়ারের বর্তমান বাজারদর ৩৬ কোটি ৩৬ লাখ টাকার বেশি।
শীর্ষ লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কের ৩১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড
আজ ডিএসইতে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সি ফুড, ওরিয়ন ইনফিউশন, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, এপেক্স ফুটওয়্যার, সি পার্ল বিচ রিসোর্ট এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।